কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

 

 

স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি সাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। সরকারকে বিশেষজ্ঞ কমিটি গঠন করে এই নির্দেশনা তদারকি করার আদেশও দিয়েছেন আদালত।

২০১৭ সালে পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ভাষণ অন্তর্ভুক্ত করতে রিট দায়ের করা হয়। সেই রিট নিষ্পত্তি করে আদালত আজ এই রায় দিলেন। একইসাথে সরকারকে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন লিবার্টি টাওয়ারের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

পাঠকের মতামত: