কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের জন্য ১৮০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনে থাকা রোহিঙ্গাদের সহায়তায় আরও প্রায় ১৮০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এ ঘোষণা দেন।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, এ নিয়ে ২০১৭ সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত রোহিঙ্গাদের আমাদের সহায়তা দাঁড়ালো ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। ওই সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। নিরাপদে তারা কক্সবাজারে আশ্রয় নেন।

এখন বাংলাদেশে বাস করছেন প্রায় নয় লাখ রোহিঙ্গা। এতে ৪ লাখ ৭২ হাজার স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জীবন-রক্ষা সহায়তায় ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি অর্থও এ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে বাংলাদেশের জনগণ ও সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ ধরনের গুরুদায়িত্ব নিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে এদেশ। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন।

পাঠকের মতামত: