কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

গোয়েন্দা সেজে ইউপি চেয়ারম্যানের সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গোয়েন্দা কর্মকর্তা সেজে ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০১ অক্টোবর) উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার অমল কান্তি বণিক (৫৫) কুমিল্লা জেলার বাসিন্দা। তার বাবার নাম মৃত নরেন্দ্র চন্দ্র বণিক।

ভুজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল ,শুক্রবার সকাল ১০টার দিকে অমল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের খোঁজখবর নিতে থাকেন। গোয়েন্দা পরিচয় দেয়ায় চেয়ারম্যান পুলিশ ও এনএসআইয়ের কার্যালয়ে যোগাযোগ করেন। দুপুরের দিকে থানার ওসি এবং এনএসআইয়ের একজন সহকারী পরিচালক সেখানে পৌঁছান। তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন, অমল কান্তি বণিক একজন প্রতারক। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানদের মনোনয়ন পাওয়ার একটা বিষয় আছে। সেজন্য এনএসআই কর্মকর্তা সেজে টাকাপয়সা হাতানোর জন্য অমল কান্তি সেখানে গিয়েছিল বলে জানিয়েছে।  চেয়ারম্যান রুস্তম আলী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

পাঠকের মতামত: