কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

প্রিয়াঙ্কা গান্ধী আটক

উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষককে হত্যার প্রতিবাদে অংশ নিতে যাচ্ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভদ্র গান্ধীসহ আরও অন্যান্য নেতারা। সেখানে খিরিতে যাওয়ার আগেই প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) দেশটির এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।
কংগ্রেসের দাবি, যাত্রাপথে হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয় কনভয়। অন্যদিকে, পুলিশের দাবি লখনউ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।

প্রায় পাঁচ ঘণ্টা পুলিশের সঙ্গে তর্কবিতর্কের পর সোমবার (৪ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় তাকে হরগাঁও থানা এলাকায় আটক করে পুলিশ। পরে প্রিয়াঙ্কাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নেওয়া হয়েছে। ইউপি কংগ্রেস টুইট করে এ ঘটনার কথা জানিয়েছে।

পাঠকের মতামত: