কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাড়ে ১১ হাজার কেজি ইলিশ ৭ লাখ টাকায় নিলামে বিক্রি

চট্টগ্রামে র‍্যাবের জব্দ করা ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ নিলামে ৭ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিলামে ইলিশগুলো বিক্রি করা হয়েছে। পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।

তিনি বলেন, রবিবার চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল। এগুলো আজ আদালতে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। সবগুলো মাছ সাত লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মাছগুলো এখন বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে । দুদিন হওয়াতে অর্ধেকের কাছাকাছি মাছ পচে গেছে।

উল্লেখ্য, রবিবার (২৪ অক্টোবর) নগরের হালিশহর ফুল চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ জব্দ করে র‍্যাব। একই সঙ্গে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পযর্ন্ত ইলিশ ধরা, বিক্রি ও সংরক্ষণ করা নিষিদ্ধ ছিল।

পাঠকের মতামত: