কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

হীরায় মোড়ানো গাড়ি, ছুঁলেই লাখ টাকা জরিমানা

এক ঝলক দেখলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন ঝলমলে হীরাখচিত গাড়িটির দিকে। এমন একটি গাড়ি, যার সবটুকুই হীরায় মোড়ানো। গাড়ির উপরে সামান্য আলো পড়লেই যেন ঝলমলিয়ে ওঠে। যে গাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যায়।

শোনা যায়, এমন গাড়ি ব্যবহার করার সামর্থ শুধু ধনকুবেরদেরই আছে। সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ নাকি গাড়িটি কিনেছিলেন। যার মূল্য ৪১ কোটি ১৮ লাখ টাকা। যদিও তিনি গাড়িটি কেনার কথা অস্বীকার করেছেন।

জানা যায়, গাড়িটি মার্সিডিজ বেঞ্জ। গাড়ির আগাগোড়া হীরার মতো কেলাস দিয়ে মোড়ানো। অন্তত ৩ লাখ কেলাস বসানো আছে গাড়িতে। দু’সপ্তাহ ধরে মোট ১৩ জন বিশেষজ্ঞ গাড়িটি হীরা দিয়ে সাজিয়েছেন।

মার্সিডিজ এসএল৬০০ মডেলের এ গাড়ির দাম ৪৮ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ৪১ কোটি ১৮ লাখ টাকা। ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল।

পুরোটাই হীরায় মোড়ানো থাকায় আলো পড়লেই ঝলমলিয়ে ওঠে গাড়িটি। তবে গাড়িটির মালিকানার রহস্য এখনো অধরাই রয়ে গেল।

সূত্র: আনন্দবাজার

পাঠকের মতামত: