কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

 বিপক্ষে টস হেরে আগে ব্যাট হাতে লড়াই করতে পারেনি লিটন-মুশফিকরা। অজি বোলারদের সামনে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। ফলে ১৫ ওভারে ৭৩ রানে অল আউট বাংলাদেশ। জবাবে ৮২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

৭৪ রানের লক্ষ্যে ব্যাট হাতে সময় নষ্ট করেনি অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ শুরুতেই ঝড় তোলেন। অপরপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন ডেভিড ওয়ার্নার। তবে দলীয় ৫৮ রানে অধিনায়ককে হারায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ২০ বলে চারটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৪০ রান করে আউট হন। এরপর মিচেল জয়ের বন্দরে নোঙ্গর করেন। ডেভিড ওয়ানার ১৮ রান করে আউট হন।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাস এক বল খেলেই আউট হন। মিচেল স্টার্কের প্রথম বল ঠেকান ওপেনার

পাঠকের মতামত: