কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

দেশের ৬১ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে

বাংলাদেশ পানি, স্যানিটেশন ও হাইজিন সেক্টরে যথেষ্ট উন্নতি করলেও এখনো দেশের ৬১ শতাংশ জনগণ নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বাইরে। দেশের ২ কোটি ৩৪ লাখ মানুষ এখনো অনুন্নত শৌচাগার ব্যবহার করছে। জনসংখ্যার একটি বিরাট অংশ উন্নত শৌচাগার ব্যবহার করলেও তা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মানদণ্ডের অনেক নিচে।

বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্য নির্ভর করে শৌচাগারের ওপর। শৌচাগার লিঙ্গ সমতা, শিক্ষা, অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে অবদান রাখে। তাই শৌচাগার নিয়ে আমাদের অনেক বেশি যত্নবান হতে হবে। কারণ, নিরাপদ স্বাস্থ্যসম্মত টয়লেট ছাড়া জীবন অনেক বেশি নোংরা, বিপজ্জনক ও অসম্মানের।

এরইমধ্যে আবার বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে আরও একটি তথ্য, ভুটান সীমন্তে ৪টি গ্রাম তৈরি করেছে চীন। সেটা আবার ডোকালা সীমান্তের কাছে। ২০১৭ সালে ডোকালামে চীনের সঙ্গে ভারতের সেনার সংঘাত হয়েছিল। ডোকালায় পাকা সড়ক তৈরি করতে চেয়েছিল ভারতীয় ফৌজ, সেটাতে আপত্তি জানিয়েছিল চীন। তাই নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে দীর্ঘ সংঘাত তৈরি হয়েছিল। যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল মান সরোবর যাত্রাও। শেষ পর্যন্ত দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর সমস্যা সমাধান হয়।

পাঠকের মতামত: