কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

উখিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় দুই দিন ব্যাপী ২৩ তম জাতীয় ও ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ শুরু হয়েছে।

উপজেলা সমাজ অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আারা বেগম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম , জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোছেন জানান, প্রতিযোগিতার মধ্যে রয়েছে , আবৃত্তি , চিত্রাংকন, সংগীত, রচনা, ছড়া লেখা, হাড়ি ভাংগা, হাতের জিনিসপত্র প্রদর্শনী বালিশ খেলা, ও ফুটবল। এতে দেড় শতাধিক প্রতিবন্ধীরা অংশ গ্রহন করেছেন।

এ দিকে আগামীকাল ৩ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: