কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

মহান বিজয় দিবসে উখিয়া উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্তমাল্য অপর্ণ করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি উযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ’র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পাঠকের মতামত: