কক্সবাজার, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

সাতজনের খালাসে অসন্তুষ্ট সিনহার বোন

টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দুই প্রধান আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর ফাঁসির রায়ের প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু সাতজনের খালাস নিয়ে আছে অসন্তোষ। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, তাদেরও কিছুটা দায়বদ্ধতা ছিল। একেবারেই যে দায়বদ্ধতা ছিল না তা না। সেক্ষেত্রে হয়ত তাদের কিছু সাজা হতে পারত বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়।

আজ সোমবার (৩১ জানুয়ারি) রায়ের পর পর আদালত থেকে বেরিয়ে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রায়ে নয়, রায় কার্যকর হলে তবেই সন্তুষ্টি মিলবে।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ রায় দেন।

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলমও সাত আসামির খালাসে অসন্তুষ্টি জানিয়েছেন। তিনি বলেন, এ রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। কারণ যে সাতজনকে খালাস দেয়া হয়েছে তাদের বেশিরভাগই যাবজ্জীবন যাদের হয়েছে তাদের সমঅপরাধী।

পাঠকের মতামত: