কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সাকিব খেলতে চাইলে অবশ্যই খেলবে: পাপন

দুই দিন আগেই জানা গিয়েছিল, করোনা পজিটিভ হওয়ায় চট্টগ্রাম টেস্টে খেলবেন না সাকিব। কিন্তু নতুন করে করানো পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছেন তিনি। তাই মাঠে ফিরতে কোনো সমস্যা নেই তার। আজ সন্ধ্যার মধ্যেই চট্টগ্রাম দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

শুক্রবার (১৩ মে) দুপুরে চট্টগ্রামে টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাত্র করোনা থেকে সুস্থ হওয়ায় সাকিবের ওপর কোনো বাড়তি চাপ দিতে চাইছেন না তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিয়েছেন পাপন।

এসময় তিনি বলেন, ‘আজকে যদি এখনো আসতে পারতো তাহলে কিন্তু আজ অনুশীলন করতে পারতো। শুনেছি সন্ধ্যায় আসবে, ৭টার ফ্লাইটে। সবচেয়ে বড় কথা ও যে সুস্থ হয়েছে, কোভিড নেগেটিভ, আমরা খুশি। এখন যত দ্রুত দলের সঙ্গে ঢুকতে পারবে, খেলতে পারবে, সে দোয়াই করছি। হয়তো বা ও খেলবে, আবার না ও খেলতে পারে। এটা আসলে এখন বলাটা মুশকিল। ওর ওপরও নির্ভর করছে, টিমের ওপরও নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘কোভিড থেকে সুস্থ হয়েই খেলাটা; এটা যদি ওয়ানডে বা টি-টোয়েন্টি হতো তাহলে আমরা বলতাম খেলো। কিন্তু এটা পাঁচ দিনের খেলা। আমরা চাই না ওর জন্য কোনো সমস্যা বা অতিরিক্ত চাপ হোক। সে জন্য আমরা সাবধানে যাবো। ও যদি খেলতে চায়, অবশ্যই সে খেলবে। ওকে তো না করার কোনো সুযোগ নেই।’

পাঠকের মতামত: