কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

রাশিয়ায় কেএফসি সত্যিই কি এসএফসি

 

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর কোকা-কোলা, স্টারবাকসের মতো বিশ্বের অন্যতম বড় ফাস্টফুড চেইন কেএফসির মূল প্রতিষ্ঠান ইয়াম করপোরেশন রাশিয়াতে তাদের ব্যাবসায়িক কার্যক্রম গুটিয়ে ফেলার ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, রাশিয়ার কেনটাকি ফ্রাইড চিকেনকে (কেএফসি) রিব্র্যান্ড করে নাম রাখা হয়েছে এসএফসি (সাইবেরিয়ান ফ্রাইড চিকেন)। এমনকি কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল সান্ডার্সের ছবির জায়গাতেও স্টালিনের ছবি যুক্ত করে দেয়া হয়।

এসএএফসির ভাইরাল এই ছবি টেলিগ্রাম, টুইটার, ফেসবুক, ওয়েবুসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেনই বিষয়টিকে বিশ্বাস করতে শুরু করেন।

তবে গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, রাশিয়ার রিয়েল এস্টেট ডেভেলপার ম্যাক্সির এক প্রেস রিলিজে হুবহু একই ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে কেএফসির স্বাভাবিক লোগোই শোভা পাচ্ছে এবং এই সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুলাই ২০১৮-তে প্রকাশিত হয়। অনলাইনে ভাইরাল ছবিটি ম্যাক্সির ছবি থেকেই এডিট করা হয়েছে।

পাঠকের মতামত: