কক্সবাজার, বুধবার, ২৭ মার্চ ২০২৪

উখিয়ায় ড্রেজার মেশিন জব্দ করল বনবিভাগ

কক্সবাজারের উখিয়াতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ও প্রায় ৫শত ফুট লম্বা পাইপ জব্দ করেছে উখিয়া রেঞ্জ।

রোববার (৩১ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের হরিণমারা এলাকায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে উখিয়া রেঞ্জের দোছড়ি এলাকায় কিছু বালুখেকো সম্প্রতি নদী থেকে বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এমন খবর পেয়ে অভিযান পরিচালনা কওে সত্যতা মিলে এবং বালু তুলার মেশিন ও পাইপ জব্দ করে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, বন ও পরিবেশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সওয়ার আলম জানান, বন রক্ষায় আমরা সব সময় কাজ করে যচ্ছি৷ আমাদের প্রত্যেকটি টিম সজাগ থেকে কাজ করছে বন ও পরিবেশ যারা ধ্বংস করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।

অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হালদার , সিপিজি সমস্য ও ভিলেজারগণ।

পাঠকের মতামত: