কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ক্লাস হবে পাঁচ দিন : দীপু মনি

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেয়ার পরিকল্পনা সরকারের। সোমবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

পরে তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতে পারে বলে জানান মন্ত্রী। দীপু মনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখন থেকেই যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস পাঁচ দিন করি, তাহলে এক দিন বিদ্যুৎ সাশ্রয়ের সুযোগ পাব।

শহরে এক দিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে, সেটার সাশ্রয় হবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা পাঁচ দিনের মধ্যে ক্লাসগুলো এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই, যাতে করে শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। এ ছাড়া করোনাকালে শিক্ষার যে ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

পাঠকের মতামত: