কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজারে শেষ হলো রোলার স্কেটিং ম্যারাথন।

শাহেদ হোছাইন মুবিন:

কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ওয়ালটন রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে সমুদ্র সৈকতের লাবণী বীচ পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে এ প্রতিয়োগাতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মামুনুর রশীদ রশীদ বলেন, এমন আয়োজনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের মানুষ কক্সবাজার সম্পর্কে জানবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওয়ালটনের জেষ্ঠ্য কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন জানান, তারুণ্যকে মাদক থেকে দূরে রাখতে হলে এই আয়োজন গুলোর উপর জোর দিতে হবে।

এর আগে সুগন্ধা পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত অংশগ্রহণকারী স্কেটারদের নিয়ে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকালে সারা দেশের ২০০জন রোলার স্কেটার এর অংশগ্রহণে টেকনাফ হাজং পাড়া থেকে শুরু হয়ে টেকনাফ জিরো পয়েন্ট এর সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন এলাকায় গিয়ে শেষ হয় স্কেটিং ম্যারাথন।

পাঠকের মতামত: