কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

দেশে ফিরেই মোস্তাক আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে মাঠে এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক::

ভারতে মেডিক্যাল চেকআপ শেষ করে দেশে এসেই কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে বেশ তোড়জোড় শুরু করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

সুত্র জানায় আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমদ কে বিজয় করতে তিনি সর্বশক্তি প্রয়োগ করতেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান জানান এমপি সাহেব শুধুমাত্র মোটরসাইকেল প্রতীকে একটি ভোট প্রার্থনা করতেছেন এমনি তিনি তার মেয়ে তানিয়া আফরিনের জন্যও ভোট চান নায়।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য জাফর আলমের বাড়ি আসলে এমপি নিজে এবং তাঁর স্ত্রী শাহেদা বেগম চা বানিয়ে মেহমানদারি করছেন।

এ সময় উপস্থিত ছিলেন মোশতাক আহমেদ চৌধুরীর সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক আজিম, বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না প্রমুখ।

উল্লেখ্য- ভারত যাওয়ার আগেও উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় করেন এমপি জাফর আলম। সেখানেও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ চৌধুরী ও তাঁর সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ মোস্তাক।

পাঠকের মতামত: