কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বন বিভাগের সাড়াশি অভিযান

উখিয়ায় চিহ্নিত ভূমিদস্যু সালাহউদ্দিন’র ডাম্পার জব্দ

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড়ি মাটি পাচারকালে ডাম্পার জব্দ করেছেন বন বিভাগ।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান হরিণমারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বনবিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সূত্র জানা যায়, রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের শামশুল আলমের ছেলে চিহ্নিত ভুমিদস্যু সালাহ উদ্দিন ও দীর্ঘদিন ধরে সরকারি বনভুমির পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচার করে বন ও বালু উত্তলন, বনবিভাগের জায়গায় জবরদখল এবং পরিবেশ ধ্বংস করে গেলেও দাপুড়ে বন কর্মকর্তাদের কবল থেকে শেষ রক্ষা হলো না। জব্দকৃত ডাম্পার গাড়ির নাম্বার ১১-০০০১৷

এদিকে অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্র আইন লংঘন করে অবৈধ ভাবে পাহাড় কেটে ডাম্পার যোগে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। এতে করে পরিবেশের বিরুপ প্রভাব সৃষ্টি হয়৷

তিনি আরও বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সরকারি জমি দখলদার ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কেউ ছাড় পাবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। বন রক্ষায় যা যা করণীয়, সেসব কাজ চালিয়ে যাওয়া হবে৷ পাহাড় কাটার সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না এবং জব্দকৃত গাড়ি ও পাহাড় কাটার সাথে জড়িতর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷

পাঠকের মতামত: