কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ার কুতুপালংয়ে বঙ্গবন্ধু অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার কুতুপালং যুব ক্রীড়া সংঘের আয়োজনে “বঙ্গবন্ধু অলিম্পিক বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৩ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে আলিফ হাসপাতালের পশ্চিমের মিনি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

কুতুপালং যুব ক্রীড়া সংঘের সভাপতি জানে আলম জানুর সভাপতিত্বে ও কুতুপালং যুব ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এতে উদ্বোধক ছিলেন উখিয়ার রাজাপালং ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

এসময় বিশেষ অতিথি ছিলেন কুতুপালং ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু বিনয় বড়ুয়া, কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী(সও:), বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সদস‌্য আমান উল্লাহ মৌল্লা, কুতুপালং বাজারের বিশিষ্ট ব‌্যবসায়ী ও সমাজ সেবক রশিদ আহাম্মদ (সও:), কুতুপালং বাজারের বিশিষ্ট ব‌্যবসায়ী ও রাজনীতিবীদ তরুন যুবনেতা মোহাম্মদ রুবেল (সও:), কুতুপালং এলাকার প্রবিণ মুরব্বী মোহাম্মদ হোসাইন প্রমুখ।

উক্ত খেলার আয়োজক কমিটির পক্ষে মিজান, জাহাঙ্গীর, একরাম,ইসমাঈল-১ মামুন,ইসমাঈল-২,জানে আলম, সালাহ উদ্দিন, রুবেল, নাছির, আনিসুল মোস্তফা, রিদুয়ান,মাহবুব আলম,হেলাল, আহাম্মদ উল্লাহ, মোঃ সোহেল,আবুল হাসেম, সাইফুলসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন কুতুপালং সেভেন স্টার ফুটবল একাডেমী বনাম পালংখালী ফুটবল একাদশ৷ নির্ধারিত সময়ে সেভেন স্টার ফুটবল একাডেমী ০১ গোলে পালংখালী ফুটবল একাডেমীকে হারিয়ে উদ্ধোধনী খেলায় জয় পায়। উদ্বোধনী খেলায় সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উদ্ভোধক রাজাপালং ইউপি সদস‌্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য সিরাজুল হক। তাকে সহযোগিতা করেন জসিম উদ্দিন, কামাল হোসাইন সহ আরো ২ জন।

পাঠকের মতামত: