কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

টেকনাফের নুর হোসাইনের পাশে দাঁড়ালেন বদরুল হাসান মিলকি

হাবিবুল ইসলাম হাবিব::
নুর হোসাইন পাগলা টেকনাফের বাসিন্দা। চিকিৎসার অভাবে বহু বছর পেরিয়ে গেলেও অবশেষে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী বদরুল হাসান মিল্কি পাশে দাঁড়ালেন। মরণব্যাধি বিশাল আকৃতির টিউমার আক্রান্ত হয়ে যন্ত্রণায় পাড়ি দিচ্ছিল বছরের পর বছর এই রোগী।
জানা গেছে, নূর হোসেন পাগলার গলায় ঝুলন্ত টিউমারটির ওজন প্রায় ২৫কেজির মতো।
চিকিৎসার দায়িত্ব নেওয়া বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হাসান মিলকি ‘দৈনিক ভোরের টেকনাফ’কে জানান, সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নূর হোসেন পাগলাদের মতো লোকদেরও অধিকার রয়েছে। সুপরিচিত এ ব্যক্তির চিকিৎসার দায়িত্বভার নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ আল্লাহ আমাকে এরকম একটি মহৎ কাজ করার তৌফিক দান করেছেন।
তিনি আরোও জানান, ৯মার্চ সোমবার সকাল ৮ ঘটিকায় এশিয়া মহাদেশের বিখ্যাত সার্জন ডাঃ কেলি’র নেতৃত্বে মালুমঘাট নিউ হাসপাতালে অপারেশন করা হবে।
বিশিষ্ট এই ব্যবসায়ী টিউমার আক্রান্ত রোগীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। ‘মানুষ মানুষের জন্য’ স্লোগান কে অন্তরে ধারণ করে মানবতার কাজ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।

পাঠকের মতামত: