কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রামু ঝাল মুড়ি সমাবেশ পন্ড করলো ইউএনও প্রণয়: সচেতনামূলক অভিযান ও অনুদান প্রদান

আবুল কাশেম সাগর, রামু::

রামু উপজেলার রশিদনগরে করোনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। সোমবার বিকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম প্রতিরোধ ও দরিদ্র জনসাধারণকে সাহায্য প্রদান করতে গেলে রশিদনগরে একটি দোকানে ১০-১২ জনের যুবক দলবন্ধভাবে মুড়ি খেতে বসেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে অভিযানিক দলকে দেখে তারা পাশ্ববর্তী ধান খেতে পলায়ন করেন। অভিযানে থাকা সাংবাদিক সোয়েব সাঈদ বলেন, মহামারি করোনা হতে রামু উপজেলাবাসী রক্ষা করতে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে গত সপ্তাহ ধরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে অভিযান পালনা, প্রবাস হতে আসা নাগরিকদের হোম কোয়ারেন্টানে থাকা নিশ্চিতকরণ, করোনাকে কেন্দ্র অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা পূর্বক জরিমানা আদায়। সচেতনমূলক মাইকিং, রামু চৌমুহনীসহ বিভিন্ন হাট বাজারে জীবানুনাশক স্পে ছিটানো, হত দরিদ্রদের আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন।

ইতিমধ্যে ইউএনও মহোদয়ের এসব উদ্যোগকে সামাজিক মাধ্যমের মাধ্যমে বিভিন্ন পেশাজীবি মানুষস্বাগত জানিয়েছেন। প্রতিদিনের এ ধরণের অভিযানে আজও রশিদনগরে পানিরছড়া গেলে একটি দোকানের ১০-১২ জনের যুবক বসে ঝালমুড়ি খাওয়ার সময় প্রশাসনের অভিযান দেখা ধান খেতে পলায়ন করেন।

যা সামাজিক মাধ্যমে রয়েছে। পরবর্তীতে ইউনিয়নের হত দরিদ্র বসত বাড়িতে গিয়ে সাহায্য সহযোগিতা দেয়া হয়।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমা বলেন, জনগণকে করোনা মহামারি হতে বাচাঁতে রামু উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছ। আগামী এক সপ্তাহ আমাদের দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে তিনি অতীব প্রয়োজা ছাড়া ঘরের বের না হওয়া এবং সরকারী নির্দেশীত সকল নিয়ম কানুন মেনে চলার অাহবান জানান।

পাঠকের মতামত: