কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়ি বাইশারীতে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা দিলেন এক প্রবাসী

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলী মিয়া পাড়াও ধয়ার বাপের মারমা পাড়ায় খেটে খাওয়া অসহায় ৪০ পরিবার ও থিমছড়ি শিয়া পাড়া এলাকায় একজন হত দরিদ্রকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহয়তা দিলেন ওমান প্রবাসী মোঃ আজগর আলী।
৫ এপ্রিল বিকাল ৫ টায় ইউনিয়নের আলী মিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০ জন দুঃস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল সাথে পিয়াজ, মরিচ, তৈল, লবন, আলু সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।

এছাড়া মোঃ জামান নামের এক বৃদ্বাকে ঘর মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

স্থানীয়রা জানান এই মানবিক সাহায্যে এলাকার অসহায় লোকজন অত্যন্ত খুশি।
স্থানীয় ইউপি সদস্য মো আবদুর রহিম বলেন ওমান প্রবাসী আজগর আলী এই মহতী উদ্যোগ এর কারনে অনেক সাধারণ অসহায় পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে।

সাংবাদিক আবদুর রশিদ বলেন সরকারের পাশাপাশি এই ভাবে ওমান প্রবাসী আজগর আলী ভাইয়ের মত বিত্তবানরা এগিয়ে আসলে বাইশারী ইউনিয়নে কোন ধরনের খাদ্যসংকট থাকবেনা এবং যার যাহা কিছু আছে তাই নিয়ে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।

বিতরনের সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ ও বিশিষ্ট সাংবাদিক নেতা আবদুর রশিদ, মাস্টার মোঃ ইদ্রিস।

পাঠকের মতামত: