কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ধর্মীয় গুরুদের মানবিক সহায়তা প্রদান

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নসহ ৫ ইউনিয়নে অবস্তীত বৌদ্ব ধর্মীয় গুরুদের জন্য দেওয়া বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে প্রপ্ত ত্রান সামগ্রি পৌঁছে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, বৌদ্ব ধর্মীয় গুরুদের মানবিক সহায়তা হিসেবে দেওয়া সহায়তা মধ্যে ছিল, চাল, ড়াল, আলু, লবন,চা পাতা, দুধ,চিনি,ও সাবান তুলে দেন নেত্রি বৃন্দ

শুক্রবার( ১০ এপ্রিল) বিকাল ৪টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কেন্দ্রেরীয় বৌদ্ব বিহারে।

অন্য দিকে বাইশারী ইউনিয়ন অবস্থিত সবকটি বৌদ্ব বিহারের বৌদ্ব ধর্মীয় গুরুদের জেলা পরিষদ থেকে পাঠানো মানবিক সহায়তা তুলে দেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাংহ্লা মার্মাও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলম কোম্পানি।

উপজেলা চেয়ারম্যন অধ্যাপক মোহম্মদ শফিউল্লাহ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয় গুরুজনেরা বিহারে অবস্থান করছেন। জেলা পরিষদের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গুলো প্রদান করা হয়েছে।

এ ছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় ও উপজেলা চেয়ারম্যান ভিডিও কলের মাধ্যমে ধর্মীয় নেতাদের সাথে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা গুরুত্বপূর্ণ কথা বলেন। যাতে এই দুর্যোগময় মুহুর্ত গুলোর কথা সকলকে জানিয়ে দেন এবং সবাই সচেতন থাকেন।

পাঠকের মতামত: