কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

উখিয়ায় কর্মহীন হতদরিদ্র পরিবারের নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী দিলেন আবছার ট্রেডার্স

কায়সার হামিদ মানিক, উখিয়া::

করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন উখিয়ার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান “আবছার ট্রেডার্স”র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুল আবছার। মঙ্গলবার সকালে তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫,৬,৭ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৩২০ পরিবারকে নগদ ১ হাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আবছার ট্রেডার্স”র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুল আবছার জানান, সারাবিশ্ব ব্যাপী করোনাভাইরাসের কারণে জেলা প্রশাসক কক্সবাজারকে লকডাউন ঘোষণা করার ফলে উখিয়ায় শ্রমজীবি মানুষ গুলো আজ কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে।তাই হতদরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষ্যে কিছু টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি।তিনি আরো বলেন,অসহায়, হতদরিদ্র,কর্মহীন,প্রতিবন্ধী,পরিবারের মাঝে কিছু দিতে পেরে আজ আমি নিজেই খুশি।আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন,তাই গরীব অসহায় মানুষের পাশে থাকা আমার কর্তব্য বলে আমি মনে করি।

খাদ্যসামগ্রী ও নগদ টাকা পাওয়া কর্মহীন হয়ে পড়া নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন জানান,এই কান্তিলগ্নে মেসার্স আবছার ট্রের্ডাস এর মালিক নুরুল আবছার আমাদের মাঝে টাকা ও খাদ্যসামগ্রী দিয়েছে তা দিয়ে অনেক দিন বউ বাচ্চা নিয়ে দিন চলে যাবে।আল্লাহ তাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক।

এ সময় উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সরওয়ার আলম শাহীন ও কায়সার হামিদ মানিক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: