কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাবাহী দুটি নৌকাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান মিশেল ব্যাচলেটের

সাগরে অবস্থানরত রোহিঙ্গাবাহী দুটি নৌকাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচলেট। ওই দুটি নৌকায় ৫০০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার তিনি বলেন, এসব রোহিঙ্গাকে সাহায্য করতে পদক্ষেপ নেয়া না হলে মানবিক বিপর্যয় ঘটতে পারে। বাংলাদেশ সরকারকে লেখা মিশেল ব্যাচেলেটের চিঠির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

এসব নৌকায় অবস্থানরতদের ভাগ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের এ কর্মকর্তা।

গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে প্রবেশ করতে ব্যর্থ হয়ে রোহিঙ্গা শরণার্থীবাহী দুটি নৌকা গভীর সমুদ্রে অবস্থান করছে। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়ে দেন, আন্তর্জাতিক সমুদ্র সীমায় অবস্থানরত এসব নৌকাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।

পাঠকের মতামত: