কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সেন্টমার্টিনে টেকনাফ নির্বাহী অফিসারের উদ্যোগে বাল্য বিয়ে বন্ধ

হাবিবুল ইসলাম হাবিব::

টেকনাফ উপজেলাধীন প্রবালদ্বীপ সেন্টমার্টিনে গোপনে অনুষ্টিত হতে যাওয়া এক বাল্য বিয়ে বন্ধ করে দিলেন টেকনাফের উপজেলা নির্বাহি অফিসার।

জানাযায়, ২৮ এপ্রিল মঙ্গলবার দ্বীপের পশ্চিম পাড়া এলাকার জাফর হোসনের পুত্র আতাউর রহমানের সাথে একই এলাকার ওসমান গণির স্কুল পড়ুয়া মেয়ে শাহিদার সাথে বিয়ের যাবতীয় প্রস্তুতি চলছিল। খবর পেয়ে টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ পুলিশ পাঠিয়ে চেয়ারম্যানের মাধ্যমে উক্ত বিয়ে বন্ধ করে দেন।

সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান, অনুষ্ঠিত হতে যাওয়া বিয়েতে কনের বয়স বেশি হলে ১৪ বছর হবে তাই এগিয়ে বন্ধ করে দেওয়ায় তিনি ইউএনও কে ধন্যবাদ জানান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব ধরনের সামাজিক অনুষ্ঠান করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে। তবে কোন প্রকারেই বাল্যবিয়ে হতে দেওয়া যাবে না।

পাঠকের মতামত: