কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজারে চিকিৎসকসহ নতুন ১৩ জনের করোনা শনাক্ত

ইমাম খাইর, কক্সবাজার::

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চিকিৎসকসহ আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১১মে) ১৮৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। বাকী ১৭৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১ এবং চকরিয়া উপজেলায় ৫ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন। বাকি দুইজন বান্দরবান জেলার বাসিন্দা।

এনিয়ে কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১০২ জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৩০ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ১৬ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ৬ জন এবং রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন। কুতুবদিয়া উপজেলায় আজ সোমবার ১১ মে প্রথম ১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত: