কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে করোনায় আরও নতুন ৪৯ জন আক্রান্ত

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনা শনাক্তে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। তেমনই রেকর্ড সৃষ্টি করে একদিনে সর্বাধিক ৬৮ জন করোনা ‘পজিটিভ’ রোগী শনাক্ত হয়েছে। যদিও এদের মধ্যে ৪৯ জন নতুন রোগী ও ১৯ জন ফলোআপ রোগী রয়েছেন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চারজন রোহিঙ্গা শরণার্থী ও নাইক্ষ্যংছড়ির একজন আছেন।

রোববার (২৪ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৮২ জনের করোনা টেস্ট করে এই সংখ্যা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, রোববার নতুন শনাক্ত হওয়া ৪৯ করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদরে ১১ জন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, পেকুয়া উপজেলায় ৭ জন ও চকরিয়া উপজেলায় সর্বাধিক ১৮ জন এবং পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী ৪ জন রয়েছেন।

এছাড়াও ফলোআপ রোগীদের মধ্যে আবারও করোনা পজিটিভ এসেছে ১৯ জনের। এদের মধ্যে ‍উখিয়া উপজেলায় ৬ জন, চকরিয়া উপজেলায় ১২ জন ও একজন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

রোববারের টেস্টে ১১৪ জন সন্দেহভাজন রোগী টেষ্ট রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

পাঠকের মতামত: