কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়ায় টিভি সেন্টার এলাকা থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. আইয়ুব (২৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার টিভি উপ-কেন্দ্রের গেইটের নিকটে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এক রোহিঙ্গাকে ইয়াবাসহ আটক করে।
আটক মাদক কারবারি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২(E) নং এলাকার এ ব্লকের মৃত আবুল বাশারের ছেলে মো. আইয়ুব(২৫)। এসময় অজ্ঞাত একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: