কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড এ্যামোনিউশনসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার কেরুনতলী সারিয়াং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা হলেন হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৩ বাসিন্দা মৃত ছলিমের ছেলে মো. শহরুখ খান (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, উপজেলার কেরুনতলী সারিয়াং ব্রিজের উত্তরে সড়কের পার্শ্বে কয়েকজন লোক অস্ত্র বেচাকেনার উদ্দেশ্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি  টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তেরি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড এ্যামোনিউশন উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রসহ আটকের বিরুদ্ধে অস্ত্র  আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: