কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

উখিয়ায় পৃথক অভিযানে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, যুবক আটক

কক্সবাজারের উখিয়ার পৃথক অভিযানে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবকের নাম বাবুল মিয়া (৩০)।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্ত এলাকা ও কক্সবাজারগামী সড়কে অভিযান চালানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সীমান্ত দিয়ে ইয়াবার চালান আসার খবরে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির গোল ডেবার নামক স্থানে অভিযান চালানো হয়। পরে মিয়ানমার থেকে ইয়াবা পাচারকারীরা অনুপ্রবেশ করতে দেখে বিজিবির সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা টহলদলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে টহলদল আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আনুমানিক ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজাদ আহমেদ বলেন আরো বলেন, একই সময়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে আনুমানিক ৪২ হাজার টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবাসহ বাবুল মিয়া নামে একজন পাচারকারীকে আটক করা হয়।

পাঠকের মতামত: