কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

শান্ত-জাকিরের ব্যাটে স্বপ্ন দেখছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে ৫১৩ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে গত শুক্রবার বিনা উইকেটে ৪২ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ২৫ ও অভিষেক ক্যাপ মাথায় তোলা জাকির হাসান ১৭ রানে শনিবার চতুর্থ দিন শুরু করেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে সকালের সেশনে কোনো উইকেট হারাতে দেননি দুজন। জাকির-শান্তর অবিচ্ছেদ্য ১১৯ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ।

 

নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে কখনোই ২১৫ রানের বেশি তাড়া করে জেতেনি বাংলাদেশ। সাদা পোশাকের কেতাবি সংস্করণে চতুর্থ ইনিংসে রান তাড়ার সর্বোচচ রেকর্ড ৪১৮ রানের। চার শর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছেই মোট ৪টি। সেখানে বাংলাদেশের লক্ষ্য অসম্ভব প্রায়!

তবে আজ প্রথম সেশনে দাপট স্বাগতিকদের। ভারতের বিপক্ষে এর আগে ওপেনিং জুটিতে যেখানে সর্বোচ্চ ছিল ৫৩, সেখানে শনিবার ক্যারিয়ারের দ্বিতীয়বার ওপেন করতে নামা শান্ত ও নিজের প্রথম টেস্ট খেলতে নামা জাকিরের অপরাজাতি ফিফটিতে শতঊর্ধ্ব রানের জুটিতে আশা দেখছে স্বাগতিকরা।

 

টেস্টে যেখানে সময় গড়ালে উইকেট বোলারদের পক্ষ নেয়, সেখানে শনিবার ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছেন। উমেশ যাদব, কুলদীপ যাদবরা টার্ন পেলেও সাবলীল শান্ত-জাকিরের ব্যাট। দারুণ ক্রিকেটীয় শটে ঝুঁকি এড়িয়ে ব্যাট করছেন দুজন। তাতে ধৈর্য হারাচ্ছেন সফরকারী বোলাররা। উইকেট পেতে মরিয়া হয়ে ভিন্ন কিছুর চেষ্টায় আলগা বলে করলে তার ফায়দা নিয়ে রান বাড়াচ্ছেন শান্ত-জাকির।

মধ্যাহ্নভোজের পর শান্ত ৬৫ ও জাকির ৫৫ রান দিয়ে দ্বিতীয় সেশন শুরু করবেন।

পাঠকের মতামত: