কক্সবাজার, মঙ্গলবার, ৭ মে ২০২৪

কক্সবাজারে আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের রামু থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‍্যাবের দাবি, এদের একজন মিয়ানমারের বিছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

গ্রেফতাররা হলেন, টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. শফিক ওরফে হাফেজ শফিক (৩০) ও একই ক্যাম্পের ‘ডি’ ব্লকের রশিদ আহমেদের ছেলে ইসলাম (২৬)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর র‌্যাব-১৫-এর কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতার হাফেজ শফিক টেকনাফ থানায় দায়ের হওয়া অস্ত্র মামলার আসামি। ইসলাম মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সদস্য।

তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এদের দুজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। সময়ের কণ্ঠস্বর

পাঠকের মতামত: