কক্সবাজার, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আব্দুল্লাহ মনিরের পিতার মৃত্যুতে দৈনিক আমাদের সময় পরিবারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি::

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র, দৈনিক আমাদের সময়ের টেকনাফ প্রতিনিধি আব্দুল্লাহ মনিরের পিতা সাবেক মেম্বার আলহাজ্ব আবুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- দৈনিক আমাদের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার, নির্বাহী সম্পাদক সন্তোষ শর্মা, উপ-সম্পাদক দীপঙ্কর লাহিড়ী, মফস্বল বার্তা সম্পাদক শাহজাহান কমর, দৈনিক আমাদের সময়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, মহেশখালী প্রতিনিধি এসএম ফরিদুল আলম দেওয়ান, উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়া, রামু প্রতিনিধি সোয়েব সাঈদ ও চকরিয়া প্রতিনিধি মুকুল কান্তি দাশ।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, আলহাজ্ব আবুল কালাম শুক্রবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জুমার নামাজ শেষে টেকনাফ পৌর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে স্থানীয় বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম আলহাজ্ব আবুল কালাম বৃহত্তর ৩ নং টেকনাফ ইউনিয়ন পরিষদের মেম্বার ও কিছু দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

টেকনাফ থানা প্রাঙ্গণে অবস্থিত আধুনিক মসজিদসহ টেকনাফ এলাকার অনেক মসজিদ-মাদরাসা ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে তিনি বিশেষ অবদান রেখেছেন।

পাঠকের মতামত: