কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

ইসির পদত্যাগ দাবিতে আগারগাঁওয়ে বিক্ষোভ মিছিল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ইসির পদত্যাগ এবং ২০১৮ ও ২০১৪ সালে জাতীয় নির্বাচনের সময় ইসির দায়িত্ব পালন করা কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দীন আহমদদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে ‘বিগত ১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজ’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

পাঁচ দফার মধ্যে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের অপসারণ করে দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের নির্বাচনী কাজে পদায়ন করার দাবিও রয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, ২০১৮ সালের নৈশভোট অনুষ্ঠান এবং ২০১৪ সালের বিনা ভোটে আওয়ামী লীগের সরকার গঠনের ক্ষেত্রে নুরুল হুদা ও কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের নগ্ন ভূমিকা রয়েছে।

 

পাঠকের মতামত: