কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

ঈদগাঁওতে খেলা শেষে ঘরে ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::

ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে আয়াছ উদ্দিন জাদরান (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার ( ২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ঈদগাঁও জাগির পাড়া বায়তুশ শরফ জামে মসজিদ পুকুরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আবু হেনা, আনু ও মারুফুর রশিদ জানায়, ফুটবল খেলা শেষে ঈদগাহ জাগির পাড়ার বাইতুশ শরফ জামে মসজিদের পুকুরে দুই সঙ্গীসহ গোসল করতে নামে কলেজ শিক্ষার্থী জাদরান।

ডুব দেয়ার পর সঙ্গী দুইজন উঠে আসলেও জাদরানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে তার ভাই পুকুরের সিঁড়ির তলে তার নিথর দেহের নাগাল পায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঈদগাঁওর একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেষ।

জাদরান মালেশিয়া প্রবাসী নুরুল হকের পুত্র এবং ঈদগাহ রশিদ আহমদ কলেজ থেকে চলতি সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার পরিবার দীর্ঘদিন ঈদগাঁও জাগির পাড়াস্থ মক্কা কলোনীর ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার বাড়ী ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া বলে স্থানীয়রা জানিয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন ঘটনার সত্য তার নিশ্চিত করেন। চৌফলদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পুকুরিয়া ঘোনার মেম্বার মনজুর আলম ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।

পাঠকের মতামত: