নিজস্ব প্রতিবেদক::
উখিয়া বার্তা ডটকমে সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে অবৈধ স’মিল উচ্ছেদ করা হয়েছে৷
বরিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকায় এই স’মিল উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন নেতৃত্ব উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান৷
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রাজাপালং মাদ্রাসা, রাজাপালং প্রাথমিক বিদ্যালয় ও রাজাপালং বালিকা মাদ্রাসার পাশে অবৈধ ভাবে ২টি করাতকল(স’মিল) উচ্ছেদে কৌশলে এড়িয়ে গেছেন৷ রত্নাপালং উচ্চ বিদ্যালয় ও রত্নাপালং প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১টি করাতকল (স’মিল) উচ্ছেদে নারাজ৷ এককথায় শক্তের ভক্ত নরমের যম! এসব স’মিলকে বৈধতা দিয়েছেন রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা। তাঁরা মাসিক মাসোয়ারা দিয়ে এসব স’মিল চালানোর মৌখিক অনুমতি দিয়েছেন কতৃপক্ষ৷ তাদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখেন বনবিভাগ৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শহিনুর রহমান জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ভালুকিয়া বিটের মধ্য রত্নাপালং রুহুলার ডেবা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত একটি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় করাতকলের বডি,যন্ত্রাংশ ও সেগুন কাঠসহ বিভিন্ন প্রজাতির গোলকাঠ জব্দ করা হয়। এরআগেও ২টি স’মিল উচ্ছেদ করা হয়েছে৷ পর্যায়ক্রমে অভিযান চললাম থাকবে৷
এসয়ম উপস্থিত ছিলেন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস সহ প্রমুখ৷
পাঠকের মতামত: