কক্সবাজারের উখিয়ার জামতলী বাজার থেকে এক রোহিঙ্গা নাগরিককে ধরে স্থানীয় চেয়ারম্যানে সোর্পদ করেছেন জনতা। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উখিয়ার জামতলী বাজার এলাকা থেকে আটক করা হয়।
পরে স্থানীয় পালংখালী ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় র্যাব-১৫ নিকট তাকে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালাম। সেই রোহিঙ্গা স্যালভেশন সংস্থার একজন সক্রিয় সদস্য।
উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত: