নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় পৃথকভাবে অভিযানে চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের কাটভর্তি ডাম্পার ও বালুভর্তি ২টি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ৷
বুধবার (৫ মার্চ) মধ্যরাতে ও সকালে পৃথকভাবে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ও থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ২টি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানাজায়, বুধবার মধ্যরাতে শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের কাট পাচার কালে ডাম্পার গাড়ি জব্দ করা হয়৷ একইদিন সকালে উপজেলার থাইংখালী তাজমিনার ঘোনা এলাকায় বালুভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হয়৷ এসময় ড্রাইভার পালিয়ে যায়৷
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান, অবৈধভাবে বনাঞ্চলের পাহাড়ে গিয়ে ডাম্পার দিয়ে বালু পাচার কালে বালুভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে৷ কে বা কাহারা এসব অবৈধ কাজ করছে তাদের খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ অবৈধ পাহাড় ও বালু খেকোদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে জীবন নিয়ে ঝুঁকিতে আছি৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান জানান, আমি যোগদানের ৩ মাসে ১০টিরও বেশি ডাম্পার গাড়ি জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়েছি৷ আজও পৃথকভাবে ২টি ডাম্পার গাড়ি জব্দ করেছি৷ সেগুলোও সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হবে৷ এই রেঞ্জে কোনো বন ও পাহাড় খেকো মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ নেই৷ এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি৷
পাঠকের মতামত: