কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

উখিয়ায় বুধবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের ৩৩ কেভি মেইন লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কাঁটার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷

আগামী কাল (২ অক্টোবর) সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিদ্যুৎ পাইন বন্ধ থাকবে৷

জালিয়াপালং ইউনিয়নের আলম মার্কেট, ছোটখাল এবং বড় খাল, সিকদার পাড়া, ইনানী বাজার, সী-পার্ল হোটেল, নৌ বাহিনী ক্যাম্প এরিয়া, শফিরবিল, সালাম মার্কেট, পাটুয়ারটেক, বাইলাখালী, চোয়াংখালী, মাদার বনিয়া, ছেপটখালী, চাকমাপাড়া, মনখালী এবং বাহারছড়া শ্যমলাপুর এরিয়া সমূহ এবং সী পার্ল এবং ব্যা ওয়ার্টশ, ডেরা রিসোর্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷

বিষয়টি নিশ্চিত উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কাইজর নুর জানান, জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩৩ কেভি মেইন লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কাঁটার জন্য বিদ্যুৎ সরকার বন্ধ থাকবে৷

পাঠকের মতামত: