কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা কিশোরীর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে তসলিমা আক্তার (১৪) নামে এক রোহিঙ্গা কিশোরী আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার (৬ জুন) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী কুতুপালং রোহিঙ্গা ১ নম্বর ক্যাম্পের ওয়েস্ট বি-৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সেলিমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

তসলিমার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: