কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

উখিয়ায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়া উপজেলার ৩৩ কেভি মেইন লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কাঁটার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷

আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে৷

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানাই, উখিয়া উপজেলার রাজা পালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, এপিবিএন, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, হাজিরপাড়া, ছয়তারা, কাশিয়ার বিল, ডেইলপাড়া, টাইপালং, জামতলি, জাদি মোড়া, বটটলী, খয়রাতিপাড়া, দরগাহ বিল, দৌছড়ি, কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্প, ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, কোটবাজার, মনি মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতরবিল, উত্তর পুকুরিয়া, দক্ষিণ পুকুরিয়া, রুহুল্লাহডেবা, কামারিয়া বিল, চাকবৈঠা, মনিমার্কেট, পিনজিরকুল, হিজিলিয়া স্টেশন, ঝাউতলা, মালভিটা পাড়া, আদালত পাড়া, ভালুকিয়া, ধুরোমখালি, মৌলবি পাড়া, চৌধুরীপাড়া, ক্লাসাপাড়া সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া পল্লী বিদ্যুৎ কর্নকর্তা কাইজর নুর জানান, উখিয়া উপজেলায় উল্লেখিত বিভিন্ন এলাকায় ৩৩ কেভি মেইন লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কাঁটার জন্য বিদ্যুৎ সরকার বন্ধ থাকবে৷

পাঠকের মতামত: