নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসেনে সহযোগিতায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যারীন তাসনিম তাসিন।
প্রধান অতিথি আরও বলেন, পবিত্র রমজান মাস সংযমের মাস, তাই সকল মুসলিম ধর্মাবলম্বীদের নিজ নিজ অবস্থান থেকে সংযত হয়ে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান করেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পের ছয়শত ও স্থানীয় বাংলাদেশি ৪’শ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷
পাঠকের মতামত: