নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলি ও মোটরসাইকেলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে (৮-এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন৷ এসময় একজন পালিয়ে গেছে৷
সোমবার (১০ ফেব্রুয়ারী) মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নং ক্যাম্পের মোছারখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার জাহেদ আলমের পুত্র আজিজুল হক (৩০), একই এলাকার মোহাম্মদ সেলিমের পুত্র মাসুদ হোসেন (১৯), একই এলাকার বশির আহমদের পুত্র শহীদুল ইসলাম (২৫)। এসময় পালিয়ে যায় একই এলাকার সামছুল আলম পুত্র মো পারভেজ (১৮)৷
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি উখিয়া বার্তা ডটকমকে জানান, পালংখালী ইউনিয়নে ক্যাম্প ১৫ মোছরখোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৩ জনকে ৬ রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়৷ এসময় ১ জন পালিয়ে যায়৷ তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে৷ জব্দকৃত মোটরসাইকেল নং -চট্ট মেট্রা-১৩-১৪৭৬৷ আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ মো আরিফ হোসেইন উখিয়া বার্তাকে জানান, পালংখালী ইউনিয়নে ৮-এপিবিএন আটককৃত ৩ আসামীকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে৷
পাঠকের মতামত: