কক্সবাজার, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

উখিয়ার মাসকারিয়া বিলে ফাঁদ পেতে ধরা ৩০০টি বক উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বনবিভাগ অভিযান চালিয়ে শিকারির কবল থেকে তিন শতাধিক সাদা বক উদ্ধার করেছে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকা থেকে এ সব বক উদ্ধার করা হয়। অভিযানকালে বক শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ সময় বিট কর্মকর্তা বজলুর রশিদ, থাইংখালি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, বন কর্মী ও সিপিসি সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে পাখি শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাখি শিকারিদের নাম ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থার জন্য প্রস্তুতি নিয়েছে বন বিভাগ।

স্থানীয় গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে চিহ্নিত কতক পাখি শিকারীরা মাছকারিয়ায় বন্য পশু আইন অমান্য করে জালের ফাদ বসিয়ে বক শিকার করে আসছিল। পরবর্তীতে এসব বক তারা বাজারে বিক্রি করে থাকে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সাদা বক উদ্ধার অভিযানের সত্যতা স্বীকার করে বলেন পাখি গুলো যেহেতু সংবেদনশীল প্রাণী সেহেতু অফিসের পাশে সকলের উপস্থিতিতে এগুলো অবমুক্ত করা হবে।

পাঠকের মতামত: