কক্সবাজার, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

উখিয়ার রিপার সাফ জয়ে এলাকাবাসীর উচ্ছ্বাস

সাফ নারী ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। গতকাল রাতে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। এই দলের অন্যতম সদস্য কক্সবাজারের উখিয়া উপজেলার মেয়ে শাহেদা আক্তার রিপা।

সাফ জয়ের পর রিপা বিজয়ী ট্রপি হাতে তুলে পোজ দিয়ে ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে চ্যাম্পিয়নস ট্রফি যখন আমাদের হাতে। আপনাদের দোয়ায় আমরা চ্যাম্পিয়ন হলাম। অনুভূতি বলে বোঝাতে পারবো না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেশে আসবো।’
এরপর আজ সকালে রিপা ট্রফি নিয়ে ঘুমানোর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। স্বপ্নের মত একটা রাত, যে রাতে ঘুমের সাথে চ্যাম্পিয়ন ট্রফিও ছিলো। ইনশাআল্লাহ আজ দেশে আসবো।’

এদিকে রিপার খেলার মাঠের ট্রফি হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়। রিপার জন্মস্থান সোনাইছড়িসহ উখিয়া উপজেলার আনাচকানাচে ক্রীড়া প্রেমিরা রিপার জন্য শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। অনেকেই রিপার পোস্ট গুলো শেয়ার করে শুভ কামনা জানান।

রিপার স্থানীয় অভিভাবক সানা উল্লাহ জানান, নেপালের মাটিতে বাংলাদেশের মেয়েদের অবিস্মরণীয় বিজয়ে এলাকাবাসী অনেক আনন্দিত। রিপার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা মিষ্টিমুখ করে আনন্দ ভাগাভাগি করেছে।’

পাঠকের মতামত: