বিশেষ প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১৬ এর ডি/০২ ব্লকের টিকা ডিস্ট্রিবিউশন পয়েন্টে পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সঙ্গে ছিলেন শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী,
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানাজায়, মঙ্গলবার দুপুরে উখিয়ার ১৬নং ক্যাম্পে টিকাদান কর্মসূচি পরিদর্শন করে প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন৷ পরে বিকালে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজার চলে যান৷
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনী সদস্য, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গারা৷
পাঠকের মতামত: