নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুর(৩০) কে সন্ত্রাসীরা জবাই করে হত্যা পরে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে৷ এবিষয়ে উখিয়া থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে স্ত্রী সামিরা বেগম (২১)৷ ঘটনার সাথে সম্পৃক্ত জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
বুধবার (৫ মার্চ) বিকাল ৫টায় রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশন জামে মসজিদের মাঠে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে৷
হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২, ৩/৪ এলাকার নুর হোসেনের পুত্র মোঃ মোজাম্মল (৩২), ইউসুফের পুত্র কামাল হোসেন, জাফরের পুত্র মোহাম্মদ সিদ্দিক(৪০) ও রশিদ আহমেদের পুত্র জুবায়ের(৩০)৷
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, মাঝি হত্যার ঘটনায় বুধবার ১৩ জনকে আসামী করে মামলা করেছে নিহতের স্ত্রী৷ অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়৷ বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে৷
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনে হেড মাঝি তারাহবির নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে মঙ্গলবার (৪ মার্চ) রাতের আঁধারে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়৷
পাঠকের মতামত: