নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার সীমান্তে ১০ হাজার ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৩৪ বিজিবি।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নে নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত মাদক কারবারি পালংখালী ইউনিয়নের বালুখালী নলবুনিয়া এলাকার জাহেদ আলমের পুত্র মোঃ আয়ুবুল ইসলাম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আয়ুবুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে বিজিবি টহল দল৷ গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেইন জানান, বিজিবি এক মাদক কারবারিকে হস্তান্তর করেছে৷ কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে৷
পাঠকের মতামত: