নিজস্ব প্রতিবেদক::
সাত বছরের শিশু মাত্র ১১ মাসে কোরআনে হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং হিজিলিয়া এলাকার মোঃ সাইফুল ইসলামের সাত বছরের শিশু মোহাম্মদ সাইমুন হাবিব৷
তিনি গতবছর ২৪ সালের মার্চে উপজেলার দরগাহবিলের ‘তাহ্ফিজুর কোরআন মডেল মাদ্রাসা’ নামক একটি মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি হয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারীতে পবিত্র কোরআনে হিফজ সম্পন্ন করেছেন। শুধু মোহাম্মদ সাইমুন হাবিব নন, তাঁর মতো বিভিন্ন বয়সের ২০২৫ সালে ওই প্রতিষ্ঠানের মোট ১৬ জন হাফিজ সম্পন্ন করেছেন।
শিশু হাফেজ মোহাম্মদ সাইমন হাবিবের পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আমার স্বপ্ন ছিল আমার ছেলেকে কোরআনে হাফেজ করবো, আল্লাহ কবুল করেছেন৷ আমি আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই। মাদ্রাসার দক্ষ শিক্ষক ও অভিজ্ঞ পরিচালনা কমিটির প্রচেষ্ঠায় আমার ছেলে অল্প সময়ে কোরআনে হাফেজ হয়েছেন৷
মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবুল হোসাইন জানান, মোহাম্মদ সাইমন হাবিব মেধাবী ও শান্ত প্রকৃতির শিক্ষার্থী ছিল। সঠিকভাবে দিক-নির্দেশনা অনুসরণ করে চলেছে। হাফেজ হতে তার প্রবল ইচ্ছা আর আকাঙ্খা ছিল। তাঁর মতো শিক্ষার্থী সামনে আর আসবে কিনা অনিশ্চিত৷ আল্লাহ তার ভবিষ্যত জীবনকে ইসলামের পথে কবুল করুন। তাঁর বাবাও খুব ধার্মিক। আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিবছর ১০ থেকে ১৫জন শিক্ষার্থী হাফেজ হয়৷ এই বছরও ১৬ জন হাফেজ হয়েছে৷ গত ২০২০ সালে যাত্রা শুরু করে তাহ্ফিজুল কোরআন মডেল মাদ্রাসা৷
পাঠকের মতামত: